শিলিগুড়ি , ১৪ জানুয়ারি : স্পেশাল অপারেশন গ্রুপ ও মাটিগাড়া থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ৪৮৩ গ্রাম মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ।
গতকাল রাতে মাটিগাড়া বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ । সেখানে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি চার চাকার গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ ।
পাশাপাশি ঘটনায় গ্রেপ্তার করা হয় গোবিন্দ রায় নামের এক ব্যক্তিকে । অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে । মাদক পাচারে ব্যবহারকারী চার চাকার গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ । আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । এই ঘটনায় জড়িত আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ।

