December 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

POLITICS : মানুষ এখন ডাবল ইঞ্জিন চায় : শুভেন্দু অধিকারী

শিলিগুড়ি , ১২ এপ্রিল : সুজন চক্রবর্তীরা ২ লক্ষ টাকা ঋণ করে গেছে , বর্তমান তথা তৃণমূল সরকার তা বাড়িয়ে করেছে ৬ লক্ষ | তাদের মুখে মানায় না বিজেপির বিরোধিতা | ত্রিপুরা দেখে শিক্ষা নেওয়া উচিত রাজ্যের | মানুষ এখন ডাবল ইঞ্জিন চায় | দলের তকমা হারানো ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বর্তমান পদ নিয়ে বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ এর সুরে বলেন শুভ বৈশাখের প্রাককালের শুভ নন্দন জানাই ।

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এক জনসভায় অংশগ্রহণ করতে বাগডোগরা বিমানবন্দর হয়ে রওনা দেন । বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন কংগ্রেস এবং সিপিএমকে ইতিমধ্যেই রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে | তৃণমূল কংগ্রেসকেও রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করবে | এখন সময়ের অপেক্ষা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *