December 4, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

sjda : জরুরি ভিত্তিক কাজকে প্রাধান্য : সৌরভ চক্রবর্তী

শিলিগুড়ি , ২০ মার্চ : শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের কার্যালযয়ে অনুষ্ঠিত হল SJDA এর ১৪৭ তম বোর্ড মিটিং। প্রায় ১৩০ টি নতুন কাজ নিয়ে এই মিটিংয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে । বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে SJDA চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন রাজ্য সরকারের নির্দেশ অনুসারে বর্তমানে জরুরি ভিত্তিক কাজের উপর জোর দেওয়া হচ্ছে ।

তার মধ্যে রয়েছে পরিকাঠামগত উন্নয়ন । আপাতত বহু বছর আগে এসজেডি যে সমস্ত বড় কাজ নিয়েছিল সেই সমস্ত কাজ বন্ধ থাকবে । কাজ গুলোর ফের মূল্যায়ন করার পর কাজ গুলি শুরু করা হবে । তিনি আরও জানান G-২০ সামিটের আগে যেই দায়িত্ব SJDA কে দেওয়া হয়েছিল তার প্রায় বেশিরভাগ কাজই সম্পন্ন হয়ে গিয়েছে । দ্রুত বাকি কাজ গুলো শেষ করা হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *