শিলিগুড়ি , ২০ জানুয়ারী : গোপন খবরের ভিত্তিতে এসএসবি এবং বনদপ্তরের যৌথ অভিযানে উদ্ধার হল কয়েক লক্ষ টাকা মূল্যের হাতির দাঁত ।
পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়ার ঘোষপুকুর বনদপ্তর । গতকাল রাতে খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্ত এলাকা থেকে তিন জন সন্দেহজনক ব্যক্তিকে আটক করে এসএসবির জওয়ানরা ।
তাদের তল্লাশি চালাতে উদ্ধার হয়েছে দুটি হাতির দাঁত । বনবিভাগের ঘোষপুকুর রেঞ্জের সঙ্গে যোগাযোগ করলে রেঞ্জার সোনম ভুটিয়ার নেতৃত্বে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের গ্রেফতার করে ।
শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। জানা গেছে বিহারের দিকে যাওয়ার সময় অভিযুক্তদের কাছে থাকা চারচাকার পিক আপ ভ্যান থেকে এই হাতির দাঁত দুটি উদ্ধার করা হয়। পিকআপ ভ্যানটিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷
ধৃতদের নাম অসিত টোপ্পো, অনিল ওঁরাও , পুনিলাল নাগেশিয়া । তারা সকলেই খাপরাইলের বাসিন্দা । এ বিষয়ে ঘোষপুকুরের রেঞ্জার সুনাম ভুটিয়া জানান ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ।