Khabar Samay Bangla Blog অপরাধ Crime : সহপাঠির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ
অপরাধ ঘটনা

Crime : সহপাঠির বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ

জলপাইগুড়ি , ৬ জুলাই : জলপাইগুড়িরএকটি বেসরকারি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করল সেই স্কুলের একই ক্লাসের এক ছাত্রী ।

জলপাইগুড়ির পুলিশ সুপারের কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছে্ সেই নাবালিকার পরিবার। তারা জানিয়েছে , গত মাসের ২৩ তারিখ তাদের মেয়েকে ক্লাসের মাঝেই যৌন নিগ্রহ করেন ওই ক্লাসেরই এক নাবালক।

দু’টি পিরিয়ডের মাঝে চলা বিরতিতে সেই নাবালিকার পিছনের সিটে বসেছিল ওই অভিযুক্ত নাবালক। ছাত্রীর শরীরের বিভিন্ন অংশে স্পর্শ করার চেষ্টা করে সে, তারা জামা ধরে টানাহিঁচড়া করে বলে অভিযোগ। এমনকি, সেই ছাত্রীর দিকে নোংরা ইঙ্গিতপূর্ণ ইশারা করে সে। যার প্রতিবাদ করে সেই নাবালিকা। তখন তাকে ভয় দেখাতে শুরু করে ওই অভিযুক্ত নাবালক। মুখ খুললে ‘ব্যবস্থা নেওয়ারও’ হুঁশিয়ারি দেয় সে।

পরিবারকে সবটা জানায় সেই নাবালিকা। তার পরিপ্রেক্ষিতে নাবালিকার ক্লাস টিচারকে ফোন করে পরিবার। সেই শিক্ষিকা ওই নাবালিকার পরিবারকে জানায় , অভিযুক্ত মানসিক ভাবে স্থিতিশীল নয় , এমন কাজ আগেও করেছে ।

এরপর দিন সেই বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের কাছে গিয়ে দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। কিন্তু তাদের সঙ্গে যথাযথ ব্যবহার ও সহযোগিতা করেননি বলেই প্রধান শিক্ষকে বিরুদ্ধে অভিযোগ তোলে পরিবার । এমনকি, এই রকম একটা ঘটনা ঘটার দু-তিন দিন পর আবার সেই ছাত্রীকে স্কুলে আসতে বলে কর্তৃপক্ষ।

কিন্তু স্কুলে যেতেই আবার শুরু হয় মানসিক নির্যাতন , নানা কটু কথার সম্মুখীন হতে হয় ওই নাবালিকাকে বলে অভিযোগ পরিবারের। এরপরই চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও পুলিশের দ্বারস্থ হয় নবলিকার পরিবার ।

ঘটনার তদন্ত চলছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ও পুলিশের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version