Khabar Samay Bangla Blog অপরাধ Police : সোনা পরিষ্কারের নাম করে চুরির অভিযোগে গ্রেপ্তার চার
অপরাধ

Police : সোনা পরিষ্কারের নাম করে চুরির অভিযোগে গ্রেপ্তার চার

শিলিগুড়ি , ৬ জুলাই : শিলিগুড়ি পুরনিগমের ৩৭ এবং ৩৮ নম্বর ওয়ার্ডের নিউ পালপাড়া এলাকায় সোনা পরিষ্কারের পাউডার বিক্রির নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার চার ।ধৃতদের নাম পঙ্কজ সা ও, পাণ্ডব কুমার , শম্ভু সাও ও গুড্ডু মন্ডল। সকলেই বিহার রাজ্যের বাসিন্দা। এছাড়াও তাদের কাছ থেকে একটি বাইক বাজেয়াপ্ত করা হয় । তবে এখনো চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়নি , তার তদন্ত চলছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , এরা শিলিগুড়ির বিভিন্ন হোটেলে ভাড়া থেকে এই ধরনের প্রতারণার কাজ চালিয়ে আসছিল। এমনকি, শিলিগুড়ির কয়েকজন ব্যক্তি এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বলেও পুলিশের তরফে সন্দেহ করা হচ্ছে ।

শনিবার দুপুরে , নিউ পালপাড়ার এক দোকানে প্রথমে দুই ব্যক্তি কিছু জিনিস কিনে দাম মিটিয়ে চলে যায়। কিছুক্ষণ পর তারা ফের ফিরে এসে দাবি করে, তারা সোনা পরিষ্কারের বিশেষ পাউডার বিক্রি করে। এরপর দোকানদারকে বিশ্বাস করিয়ে তার কাছ থেকে একটি সোনার চেন ও একটি আংটি নিয়ে সেটি পরিষ্কারের নাম করে বিশেষ ধরনের এক পাউডার মেখে প্যাকেটে ভরে দেয়।

তাদের নির্দেশ মতো দোকানদারকে বলা হয়, প্যাকেটটি এক ঘণ্টা পরে খুলতে। সন্দেহ না করে দোকানদার কথামতো প্যাকেটটি রেখে দেয়। পরে, নির্ধারিত সময় পর প্যাকেট খুলে দেখা যায় সেটি একেবারে খালি। তখনই বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন।

ঘটনার পরই খবর দেওয়া হয় আসিঘর ফাঁড়িতে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে। কয়েক ঘণ্টার মধ্যেই এনজেপি একটি হোটেল থেকে চার জনকে গ্রেফতার করা হয় ।

পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে তাদের ব্যবহৃত বাইক, এখনো অব্দি সোনার অলংকার উদ্ধার হয়নি তবে তদন্ত চলছে । খুব দ্রুত সেটাও উদ্ধার করা হবে । পুরো ঘটনার তদন্তে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে । তদন্ত চলছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version