Theft : গুদামে চুরির অভিযোগে গ্রেপ্তার তিন
শিলিগুড়ি , ২১ নভেম্বর : কলকাতার এক নামিদামি ক্যাটারারের শিলিগুড়িস্থিত নিজস্ব গুদাম থেকে দীর্ঘ তিন চার মাস ধরে ধাপে ধাপে চুরি চলছিল বলে অভিযোগ । শিলিগুড়ির পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডে রয়েছে এই গুদাম | এলাকার একটি গুদাম থেকে অল্প অল্প করে সেই সামগ্রী চুরি করে বিক্রি করছিল তিন দুষ্কৃতী । ধৃতদের নাম গোপাল দাস , […]
