January 11, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : চুরির কিনারা করল পুলিশ , গ্রেপ্তার এক

শিলিগুড়ি , ১০ জানুয়ারি : ঠাকুরনগরের মোবাইলের দোকানে চুরির কিনারা করল পুলিশ | পুলিশের জালে এক অভিযুক্ত ।

দোকান থেকে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক , রাউটার সহ একাধিক সরঞ্জাম খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা । পাশাপাশিএকাধিক দামি স্মার্টফোন , স্মার্টওয়াচ , হেডফোন সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায় ।

এছাড়াও নগদ প্রায় ৫ থেকে ৭ হাজার টাকা চুরি যাওয়ার অভিযোগ লিখিত আকারে এনজেপি থানায় জমা করেন দোকানের মালিক । তিনি জানান , সব মিলিয়ে প্রায় ৬ থেকে সাড়ে ৬ লক্ষ টাকার জিনিসপত্র চুরি হয় ।


ঘটনার পরই তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। সিসি ক্যামেরা খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ । এর পরই শুক্রবার সাউথ শান্তিনগর দুর্গামন্দির নিবাসী বিশ্বজিৎ সেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় । পুলিশী জেরায় চুরির কথা স্বীকার করে অভিযুক্ত । তবে চুরির সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি । শনিবার তদন্তের স্বার্থে আদালতের কাছে ১৪ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় তাকে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *