শিলিগুড়ি , ১১ ডিসেম্বর : চুরি যাওয়া রূপোর মূর্তি উদ্ধার | গ্রেপ্তার চুরির অভিযোগে এক যুবক | সাফল্য প্রধান নগর থানা পুলিশের ।
প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ ২ লক্ষ টাকা মূল্যের তিন দশক আগের চুরি যাওয়া একটি বাবা লোকনাথের রূপোর মূর্তি উদ্ধার করল । এই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে । আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত ব্যক্তির নাম বিজয় মাহাতো । সে শিলিগুড়ির প্রকাশ নগরের বাসিন্দা । গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে ওই মূর্তিটি উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করা হয় । এর আগেও সে একই ধরনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল ।
গত ৬ তারিখে ভোরবেলা বাবা লোকনাথের রূপোর মূর্তিটি চুরি করেছিল অভিযুক্ত ।
ঘুম থেকে উঠে মন্দির থেকে বাবার মূর্তি উধাও হয়ে যাওয়ায় চমকে যান সকলে ।
প্রধান নগর থানা এলাকার একটি বাড়ির মন্দিরে বাবা লোকনাথের ওই রূপোর মূর্তিটি ছিল । মন্দিরের তালা ভেঙে ওই মূর্তিটি চুরি করেছিল অভিযুক্ত । রূপোর মূর্তিটির ওজন ছিল প্রায় ১ কেজি ।
বিশ্বজিৎ দাস নামে ওই গৃহকর্তা প্রধান নগর থানায় মূর্তি চুরির একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । অভিযোগ পাওয়ার পর প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ তদন্ত শুরু করে । তদন্তে নেমে বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে মূর্তিটি উদ্ধার করল ।

