Khabar Samay Bangla Blog ঘটনা Death : হাতির আ’ক্রমণে সেনা কর্মীর স্ত্রীর মৃত্যু
ঘটনা

Death : হাতির আ’ক্রমণে সেনা কর্মীর স্ত্রীর মৃত্যু

‌ শিলিগুড়ি , 5 জুলাই : শিলিগুড়িতে হাতির আ’ক্রমণে সেনা কর্মীর স্ত্রীর মৃত্যু |

শিলিগুড়ির রাজফাপড়ি এলাকায় হাতির আ’ক্রমণে মৃত্যু হলো এক মহিলার। শনিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ‌মহিলার নাম সুনিতা থাপা । বয়স ৩৩ বছর । তার স্বামী সেনা বাহিনীর চাকরি সূত্রে বাইরে থাকেন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , আজ সকালে ওই মহিলা স্কুটি নিয়ে দোকানের দিকে যাচ্ছিলেন। সে সময় বুনো হাতির সামনে পড়ে যান। পালিয়ে বাঁচার চেষ্টা করলেও সম্ভব হয়নি। হাতিটি মহিলাকে পিষে মারার পাশাপাশি স্কুটিও ভাঙচুর করে ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা ও ভক্তিনগর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version