শিলিগুড়ি , ২৯ জানুয়ারি : কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই গ্যাংয়ের নাম ব্যবহার করে শিলিগুড়ির মাটিগাড়ার এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ কোটি টাকা আদায়ের চেষ্টার অভিযোগ | আতঙ্কিত ওই ব্যবসায়ী মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । ঘটনার গুরুত্ব বুঝে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , গত ডিসেম্বর মাসের শেষের দিকে প্রথমে ওই ব্যবসায়ীর কাছে টাকা চেয়ে ফোন আসে ।
এরপর ৮-১০ দিন কেটে গেলেও আর কোনো ফোন কল না আসায় ওই ব্যবসায়ী ভেবেছিলেন কেউ হয়তো মজা করেছে ।
কিন্তু চলতি মাসের ৭ ই জানুয়ারি মালয়েশিয়ার একটি আন্তর্জাতিক নম্বর থেকে পুনরায় ফোন আসে ওই ব্যবসায়ীর মোবাইলে । ফোনের ওপার থেকে নিজেদের লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দিয়ে সরাসরি হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । ফোনে ওই ব্যবসায়ীকে বলা হয় , সাত দিনের মধ্যে ১০ কোটি টাকা না দিলে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলা হবে ।
প্রথমদিকে বিষয়টিকে গুরুত্ব না দিলেও , পরবর্তীতে ওই ব্যবসায়ী আতঙ্কিত হয়ে পড়েন । ক্রমাগত হুমকি , ভয় দেখানো এবং চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে । প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে , ফোন নম্বরটি বিদেশ থেকে পরিচালিত হলেও এর পিছনে কোনও স্থানীয় দালাল চক্র বা সাইবার অপরাধী গোষ্ঠী যুক্ত থাকতে পারে |পুলিশের অনুমান , কুখ্যাত গ্যাংয়ের নাম ব্যবহার করে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করা হয়েছে , যা সাম্প্রতিক সময়ে একাধিক রাজ্যে দেখা গিয়েছে ।
তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই কল ডিটেল রেকর্ড (CDR), আইপি ট্র্যাকিং, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ শুরু করেছে । পাশাপাশি ওই ব্যবসায়ীর নিরাপত্তাও বাড়ানো হয়েছে। পুলিশের একটি সূত্রে খবর, সাইবার সেল এবং আন্তর্জাতিক নেটওয়ার্কের সাহায্য নিয়ে নম্বরটির উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে
“এই ঘটনায় আন্তর্জাতিক নম্বর ব্যবহার করা হলেও এর পিছনে স্থানীয় কোনও প্রতারক চক্র জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
