Khabar Samay Bangla Blog রাজনীতি Fire : দুর্ঘটনার জন্য দায়ী কারখানার মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রাজনীতি

Fire : দুর্ঘটনার জন্য দায়ী কারখানার মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

শিলিগুড়ি , ২৯ জানুয়ারি : কলকাতার আনন্দপুরের ভয়াবহ অগ্নিকান্ডের দায় এড়াতে পারে না মোমো কারখানার মালিক | সেই অভিযোগকে সামনে রেখে ওই মোমো কোম্পানীর শিলিগুড়ির আউট লেটের সামনে আজ বিক্ষোভ দেখায় সিটু এর কর্মীরা | এদিন বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ দেখান কর্মীরা |

সিটু কর্মী গৌতম ঘোষ অভিযোগ করেন , সংশ্লিষ্ট মোমো কারখানায় কোনও রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না | যা এই দুর্ঘটনার অন্যতম কারণ । তিনি আরও দাবি করেন , দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানার কর্মীদের ন্যায্য বেতন চালু রাখতে হবে যতদিন না সঠিক বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত হয়।

এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকার ওই কোম্পানীর মোমো দোকানে ডেপুটেশন প্রদান করে তারা । সিটুর নেতৃত্বরা জানিয়েছে , এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিটি মোমো কারখানার শাখার সামনে আন্দোলনে শামিল হবেন তারা |

তাদের দাবি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটকের অবিলম্বে পদত্যাগ , দুর্ঘটনার জন্য দায়ী কারখানা মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি , মালিকদের দ্রুত গ্রেপ্তার এবং মৃত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version