শিলিগুড়ি , ৫ জানুয়ারি : শিলিগুড়ির বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে ভর্তির জন্য অতিরিক্ত ফি নেওয়ার অভিযোগে তোলপাড় শহর । গত দু’দিন ধরে একাধিক স্কুল চত্বরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের ক্ষোভ উগরে দিতে দেখা যায় । অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী ভর্তির জন্য নির্ধারিত ফি থাকলেও শিলিগুড়ি বালিকা বিদ্যালয়, শক্তিগড় বালিকা বিদ্যালয় সহ একাধিক স্কুলে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে ।
এই অভিযোগ সামনে আসার পর প্রথমে ময়দানে নামে এআইডিএসও। এরপর আজ আন্দোলনে শামিল হল দার্জিলিং জেলা এসএফআই। সোমবার শিলিগুড়ির ডিআই অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন এসএফআইয়ের কর্মী-সমর্থকরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা স্কুলে অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদ জানান।
এসএফআইয়ের পক্ষ থেকে দার্জিলিং জেলা সম্পাদক অঙ্কিত দে বলেন,সরকারি বিদ্যালয়ে ভর্তির নামে বাড়তি ফি নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি সরকারি স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত শ্রেণিকক্ষ, পানীয় জল ও শৌচালয়ের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট মেটাতে অবিলম্বে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের দাবিও জানানো হয়।
এসএফআই নেতৃত্ব জানিয়েছে, দাবিগুলি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটবে।