শিলিগুড়ি , ৪ ডিসেম্বর : দেবভূমি উত্তরাখণ্ডে গত ২৮ , ২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় অধিবেশন। তিন দিনের এই অধিবেশনে সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। সেই বিষয় গুলো জানাতে বৃহস্পতিবার উত্তরবঙ্গ প্রদেশ কার্যালয়ে সাংবাদিক বৈঠক করল এবিভিপি।
তারা জানান , রাষ্ট্রীয় অধিবেশনে বিশেষভাবে আলোচনা হয়েছে রাজ্যের এসআইআর সহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে । সংগঠনের দাবি , অনুপ্রবেশ এবং প্রশাসনিক উদাসীনতার কারণে রাজ্যের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে ।
আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতেই জেলার জেলায় ডিএম দপ্তর অভিযান করা হবে বলে জানান । মূল দাবি অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা এবং ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষায় শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস।
এবিভিপির উত্তরবঙ্গ নেতৃত্ব জানান , ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে শিলিগুড়িতে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি পদযাত্রা করা হবে । পদযাত্রায় কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরা উপস্থিত থাকবেন ।
