Khabar Samay Bangla Blog অপরাধ Police : উদ্ধার মহিষ , গ্রেপ্তার দুই
অপরাধ

Police : উদ্ধার মহিষ , গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ৪ ডিসেম্বর : ফাঁসিদেওয়া ব্লকের জগন্নাথপুরে অভিযান চালায় বিধান নগর থানার পুলিশ । পরপর দুটি ট্রাক আটক করে এবং তল্লাশি করতেই উদ্ধার হয় মহিষ।

ওই দুটি ট্রাকের চালকদের গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের নাম রাজ গুপ্তা(৩০) ও রঞ্জিত প্রসাদ গুপ্তা (৩৭)।

বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই দুটি ট্রাক থেকে মোট ৩২ টি মহিষ উদ্ধার হয়েছে । উদ্ধার হওয়া মহিষ বিহারের কিশান্গঞ্জ থেকে নিয়ে আসা হয়েছিল | অসম হয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল । বৃহস্পতিবার ধৃত দু’জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version