December 4, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Rape Charges : গণধর্ষনের অভিযোগে গ্রেপ্তার ৪

শিলিগুড়ি , ২৯ অক্টোবর : চতুর্থীর রাতে এক নাবালিকাকে গণধর্ষনের অভিযোগে ৪ যুবককে গ্রেপ্তার করল পুলিশ । খড়িবাড়ি ও ফাঁসিদেওয়ার পাহাড় গুমিয়া চা বাগান এলাকার ঘটনা ।

গত ১৮ অক্টোবর নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষন করে এই চার যুবক । গতকাল অভিযোগের ভিত্তিতে চার যুবককে গ্রেপ্তার করে খড়িবাড়ি থানার পুলিশ । ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । ধৃতদের রিমান্ডে নিয়ে তদন্তে নামবে পুলিশ । ধৃতরা হল শীতম খালকো , রবেল রায় , আয়ুষ মুন্ডা ও জিতভান বেগ । ধৃতরা সকলেই খড়িবাড়ির পাহাড়গুমিয়া এলাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *