December 4, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : আচমকাই বাঁশ ঝাড়ে আগুন

শিলিগুড়ি , ২৪ ডিসেম্বর : বাঁশঝাড়ে অগ্নিকাণ্ডে ঘটনা , ঘটনায় চাঞ্চল্য এলাকায় । রবিবার খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন দুধগেট এলাকায় একটি বাঁশ ঝাড়ে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে । এদিন সকালে জনবসতি এলাকায় আচমকাই বাঁশ ঝাড়ে আগুন ধরে যায় ।

ঘটনার খবর চাউর হতেই স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ।পরে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও নক্সালবাড়ি দমকল বিভাগের একটি ইঞ্জিন । দমকলের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে ।‌ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । তবে স্থানীয়দের অনুমান শুকনো পাতা বেশি ছিল , কেউ বিড়ি খেয়ে ফেলে দেওয়ায় এই অগ্নিকাণ্ডে ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *