December 13, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Murder : নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ , গ্রেপ্তার এক অভিযুক্ত

আলিপুরদুয়ার , ২৪ অক্টোবর : সাত বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুন । খুনের পর তাকে পুড়িয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ । তিলোত্তমা কাণ্ডের আবহে এই ঘটনা কার্যত চাঞ্চল্য ছড়ায় । অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করেছে অভিযুক্ত । পুলিশ সূত্রে খবর , আলিপুরদুয়ারের জয়গাঁ এলাকায় বসবাস করত সাত বছরের ওই নাবালিকা । মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল সে। পরিবার নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে থানায় । সেই মতো তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশ নেপাল সীমান্ত থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে । অভিযুক্ত স্বীকার করে নেয় সে মেয়েটিকে খুন করেছে ।

বিকেলে এক সাংবাদিক বৈঠকে এসডিপিও প্রশান্ত দেবনাথ জানান , “মুল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে নেপাল সীমান্ত থেকে । আরও দু’জন তার সঙ্গে রয়েছে বলে জানা গিয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । প্রথমে যখন মেয়েটিকে পাওয়া যাচ্ছিল না তখন অপহরণ মামলা দায়ের হয়েছিল ।

মেয়েটির মৃতদেহ উদ্ধার হওয়ার পর পকসো ও খুনের মামলা দায়ের করা হয়েছে।”

যদিও পুলিশ জানিয়েছে , ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সমস্ত বিষয় জানা যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *