শিলিগুড়ি , ৩ মে : শিলিগুড়িতে বেগরাজ নামের নির্মাণ সংস্থার কার্যালয়ে আয়কর হানা | রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ি-সহ অফিসেও তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং আয়কর দফতর। শিলিগুড়ির সেবক রোডের নির্মাণকারী সংস্থার কার্যালয়েও চলে আয়কর দপ্তরের হানা | সূত্রের খবর, রায়গঞ্জের বিধায়কের বাড়িতে অভিযানের সূত্র ধরেই শিলিগুড়ির এই নির্মান সংস্থার অফিসে হানা। বিধায়কের আয় বহির্ভূত সম্পত্তি এবং আয়ের থেকে অনেক কম কর জমা দেওয়ার অভিযোগ রয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর।
অপরাধ
উত্তরবঙ্গ
ঘটনা
Siliguri : বেগরাজ নামের নির্মাণ সংস্থার কার্যালয়ে আয়কর হানা
- by Soumi Chakraborty
- May 3, 2023
- 0 Comments
- Less than a minute
- 6160 Views
- 2 years ago
