October 11, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : বিপুল পরিমান নেশার সামগ্রী উদ্ধার

শিলিগুড়ি , ৩ মে : ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমান নেশার সামগ্রী উদ্ধার করল । গোপন সূত্রের খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ চেকপোস্ট এলাকা থেকে একটি স্কুটি সহ ২ যুবককে গ্রেপ্তার করে | ধৃতদের নাম সুরেশ শা ও লিচিং লামা |

ধৃতরা পাহাড়ে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল একটি স্কুটি করে | পুলিশের কাছে আগে খবর আসার পর পুলিশ অভিযান চালিয়ে সেই দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে | ধৃতদের বাড়ি চম্পাসারি এলাকায় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *