November 6, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Naxalbari : নকশালবাড়ি দলীয় কার্যালয়ে বৈঠকে মিনাক্ষী মুখার্জি

শিলিগুড়ি , ৯ এপ্রিল : আগামী ১৩ এপ্রিল উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে নকশালবাড়ি দলীয় কার্যালয়ের বৈঠক করলেন DYFI রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি । রবিবার নকশালবাড়িতে মিছিল করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন মিনাক্ষী । পাশাপাশি খড়িবাড়ির পি .ডাব্লু.ডি মোড় এক কর্মী সভার আয়োজন করা হয় । এই সভায় একটি নতুন দলীয় কার্যালয় উদ্ভোধন করা হয়।


তিনি বলেন সরকারি শুন্যপদে স্থায়ী নিয়োগ স্থায়ী নতুন শুন্যপদ তৈরি এবং দুনীতি ও বিভাজনের রাজনীতি বন্ধ করার দাবিতে উত্তরকন্যা অভিযান হবে। এই সরকার ভোট পেয়েছে ট্যাক্সের টাকা পাচ্ছে । সরকারকে আসল জায়গায় ফোকাস করতে হবে । ঔদ্ধত্য ও নাচ গান ছবি আঁকলে চলবে না বলে মন্তব্য করেন ।

মানুষের বাঁচার দাবিকে সামনে রেখে আন্দোলন চলবে। পাশাপাশি কুর্মী ও অন্যান্য জাতিগোষ্ঠীর স্বীকৃতির দাবি জানান তিনি । কৈলাশ বিজয়বর্গীয় মন্তব্যের কটাক্ষ করে তিনি বলেন এটা ওদের সংস্কৃতি । ভারতবর্ষে এমন হয়না । উনি ভারতবর্ষের বাইরের কথা বলছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *