শিলিগুড়ি , ২৮ ডিসেম্বর : শিলিগুড়িতে ফের বড় চুরির ঘটনায় চাঞ্চল্য । শহরের অন্যতম ব্যস্ত এলাকা হিলকার্ট রোডে একটি জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সামনে আসলো ফের । গভীর রাতে পরিকল্পিতভাবে দেওয়াল ভেঙে দোকানের ভিতরে ঢুকে বিপুল পরিমাণ সোনা ও রুপার অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা ।
শিলিগুড়ি থানার অন্তর্গত হিলকার্ট রোডে অবস্থিত ওই জুয়েলারি দোকানে রাতের অন্ধকারে এই চুরির ঘটনা ঘটে । দুষ্কৃতীরা প্রথমে দোকানের পাশের দেওয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর দোকানের আলমারি ও শোকেস ভেঙে প্রায় ৩০ কেজি রুপার অলংকার এবং প্রায় ২০০ গ্রাম সোনার অলংকার নিয়ে পালায় ।
চুরি করার পর নিজেদের পরিচয় গোপন রাখতে দোকানের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে ডিভিআর বক্সও খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা । ফলে তদন্তে প্রাথমিকভাবে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পুলিশকে । ঘটনার তদন্তে শিলিগুড়ি থানার পানিট্যাংকি আউটপোষ্টের পুলিশ |
