Khabar Samay Bangla Blog অপরাধ Crime : সোনার অলংকার সহ নগদ উদ্ধার , গ্রেপ্তার তিন
অপরাধ

Crime : সোনার অলংকার সহ নগদ উদ্ধার , গ্রেপ্তার তিন

শিলিগুড়ি , ২৫ ডিসেম্বর : চুরি হওয়া ৩ হাজার টাকা উদ্ধার করল শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । প্রায় দেড় মাস আগে ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের সিপাই পাড়ার বাসিন্দা স্বপন মন্ডলে বাড়িতে রাতে চুরি হয় ।

বাড়ির মালিক লিখিত অভিযোগ দায়ের করেন নিউ জলপাইগুড়ি থানায় । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জলেশ্বরী এলাকা থেকে বিশ্বজিত ওরফে লাদেন কে গ্রেপ্তার করে পুলিশ | তাকে জিজ্ঞাসাবাদের পর উঠে আসে আরও দু’জনের নাম |

ধৃতরা হল প্রসেনজিৎ রায় ও বিশ্বজিত রায় । ধৃত তিন জনকে জলপাইগুড়ির আদালতে পাঠিয়ে ৫ দিনের রিমান্ডে নিয়ে চুরি করা সোনার অলংকার সহ ৩ হাজার টাকা মোড় বাজার এলাকার পরিত্যক্ত কোয়াটার থেকে উদ্ধার করতে সক্ষম হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । আজ তিন জনকে ফের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version