Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Safari : বড়দিনের সকালে জমজমাট বেঙ্গল সাফারি
উত্তরবঙ্গ ঘটনা

Safari : বড়দিনের সকালে জমজমাট বেঙ্গল সাফারি

শিলিগুড়ি , ২৫ ডিসেম্বর : বড়দিন উপলক্ষে জমজমাট হয়ে উঠল শিলিগুড়ির বেঙ্গল সাফারি । বড়দিনের ছুটির সকাল থেকেই পর্যটক এবং স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায় বেঙ্গল সাফারি পার্কে ।
পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন প্রকৃতির মাঝে দিনটি কাটাতে ।

হরিণ , সিংহ , বাঘ , ভাল্লুক থেকে শুরু করে নানা প্রজাতির বন্যপ্রাণী দেখার আনন্দে ভরপুর ছিল সবার মন । এদিন বেঙ্গল সাফারিতে ছিল বাড়তি ব্যবস্থাপনা ও ভক্তিনগর থানার পুলিশের নিরাপত্তা ।
পর্যটকদের সুবিধার্থে নেওয়া হয় বিশেষ উদ্যোগ , নজরদারিতে ছিল বনদপ্তর ।
সব মিলিয়ে বড়দিনের ছুটিতে আনন্দ , উৎসব আর প্রকৃতির মেলবন্ধনে জমজমাট শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version