Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Haj : হজ যাত্রা নিয়ে বিশেষ আলোচনায় উত্তরবঙ্গের পাঁচ জেলার হজযাত্রী
উত্তরবঙ্গ ঘটনা

Haj : হজ যাত্রা নিয়ে বিশেষ আলোচনায় উত্তরবঙ্গের পাঁচ জেলার হজযাত্রী

শিলিগুড়ি , ৫ এপ্রিল : উত্তরবঙ্গের পাঁচ জেলা থেকে প্রায় ৩৫০ জন হজযাত্রী মিলিত হন বর্ধমান রোডস্থিত কারবালা ময়দানে । হজযাত্রা করতে যাতে তাদের কোন সমস্যা না হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিন।

হজ কমিটির পক্ষ থেকে মুক্তার শেখ জানান , মুসলিম ধর্মাবলম্বীদের কাছে হজ একটি পবিত্র যাত্রা । হজ যাত্রার জন্য প্রথম বিমান যাবে ২৯ এপ্রিল। উত্তরবঙ্গ থেকে প্রথম বিমান হজ যাত্রার জন্য রওনা হবে ১৬ মে । সেই দিকে লক্ষ্য রেখে উত্তরবঙ্গ থেকে যারা যারা এই বছর হজযাত্রা করতে চলেছেন তাদের একত্রিত করে শিবিরের মধ্য দিয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হয় এদিন । যাতে তাদের কোন ধরনের সমস্যায় পড়তে না হয়।

এদিন বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অবোধ সিঙ্গল , বোরো চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি সহ অন্যান্য আধিকারিকরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদ আসিরুল হক , কুতুবউদ্দিন তরফদার , মৌলানা নাজির আলম , ইমাম আব্দুল কাইয়ুম সহ অন্যান্যরা । এদিন এই শিবির ফলপ্রসু হয়েছে বলে জানান হজ কমিটির পক্ষ থেকে মুক্তার শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version