জলপাইগুড়ি , ৬ মার্চ : হাতির আক্রমণে মৃত্যু হল একজনের | আহত হয়েছেন দুই জন ।
রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি অপালচাঁদ রেঞ্জের ক্রান্তি ব্লকে ।
এলাকাবাসী রফিকুল আলম জানান , আজ এলাকার তিন জন জঙ্গলে গিয়েছিল জ্বালানি কাঠ সংগ্রহ করতে | সেই সময় একটি হাতি ছুটে এসে আক্রমণ করলে মৃত্যু হয় সোফিয়ার রহমান (৫০) এর | ওপর দুই মহিলাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।
গতকালই এই ওই এলাকায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছিল এক মহিলার ।