শিলিগুড়ি , ১৬ নভেম্বর : উৎসবের যেন অন্ত নেই | জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠতে চলেছে এবার শহরবাসী। আধুনিকতার তালে তাল মিলাতে গিয়ে ধীরে ধীরে ভুলতে বসেছি সেই পুরনো দিনের গ্রাম বাংলার কথা। সেই গ্রাম বাংলার কথা মনে করিয়ে দিতেই ১৪ তম বর্ষে আলিঙ্গনের জগদ্ধাত্রী পুজোর থিম উৎসর্গ ।
এই পুজো মন্ডপে প্রবেশ করার মুখেই আপনি দেখতে পাবেন কৃষি কাজে ব্যবহৃত কৃষকদের সমস্ত জিনিসপত্র , তুলসী মন্দির ,মাটির উনুন থেকে শুরু করে সেই ধানের গোলা । এই মন্ডপে ঢুকলেই সেই পুরনো দিনের হারিয়ে যাওয়া গ্রাম বাংলার স্মৃতি নিমিষের মধ্যেই তরতাজা হয়ে উঠবে ।
স্থানীয় শিলিগুড়ির শিল্পী দীপঙ্কর দাসের হাতের ছোঁয়ায় সমস্ত রকম পরিবেশ বান্ধব জিনিসকে ব্যবহার করেই গড়ে উঠছে এই মন্ডপ । শুধু মণ্ডপ শয্যা নয় প্রতিমা এবং আলোকসজ্জাতেও থাকছে বিশেষ আকর্ষণ। পুজোর ক’দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম ।