Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Safari Park : বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে বনমন্ত্রী
উত্তরবঙ্গ ঘটনা

Safari Park : বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে বনমন্ত্রী

শিলিগুড়ি , ২৭ মার্চ : বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনের রাজ্য বনদপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাসদা । বৃহস্পতিবার বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শন করেন তিনি ৷ সঙ্গে ছিলেন রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী , বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর ই বিজয় কুমার , উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি সহ অন্যান্যরা।

সাংবাদিক বৈঠকে বনমন্ত্রী জানান , বেঙ্গল সাফারি পার্কের উন্নয়নে একগুচ্ছ উদ্যোগ নেওয়া হয়েছে । গত এক বছরে পার্কে একাধিক উন্নয়নের কাজ হয়েছে । রেকর্ড সংখ্যক পর্যটকদের আগমন ঘটেছে । সাফারি পার্কের উন্নয়নে জোর দেওয়া হয়েছে । শিশুদের জন্য এডভেঞ্চার পার্ক , সজারুর জন্য নতুন এনক্লোজার , ছোট পাখির জন্য পক্ষীরালয় , অজগর , গোসাপের জন্য কনস্ট্রাক্টর হাইজ ও কম্বো সাফারির নতুন প্রবেশদ্বার তৈরি করা হয়েছে।”

সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে , আগামীতে চশমা মুখো লাঙ্গুর , ম্যান্ড্রিল , জলহস্তী, শাংহাই হরিণের জন্য এনক্লোজার তৈরি করা হচ্ছে । খুব দ্রুত সেই কাজ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version