Khabar Samay Bangla Blog অপরাধ Crime : পৃথক দুই অভিযানে উদ্ধার ২২ টি গরু এবং ৬৬ টি মহিষ
অপরাধ

Crime : পৃথক দুই অভিযানে উদ্ধার ২২ টি গরু এবং ৬৬ টি মহিষ

শিলিগুড়ি , ২৪ ডিসেম্বর : পৃথক দুই অভিযানে উদ্ধার ২২ টি গরু এবং ৬৬ টি মহিষ |
ফাঁসিদেওয়া ব্লকের বিজলি মুণিতে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ | সেখানে একটি ছয় চাকা গাড়ি আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় গরু ।

পরবর্তীতে ফের একবার অভিযান চালায় মুরালিগঞ্জ পোস্ট এলাকায় । এরপর সেখানে দুটি কন্টেনার আটক করে তল্লাশি চালাতেই চক্ষু চরকগাছ পুলিশের । দুটি কন্টেনার থেকে উদ্ধার হয় প্রচুর মহিষ ।

তবে এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।

বিধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে বিজলি মুনি থেকে ২২টি গরু এবং মুরালিগঞ্জ পোস্ট থেকে একটি কন্টেনার থেকে ২২টি ও অপরটি থেকে ৩৮টি মোট ৬৬ টি মহিষ উদ্ধার হয়েছে । তবে পুলিশ দেখে গাড়ি রেখে চম্পট দেয় তিনটি গাড়ির চালক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version