Khabar Samay Bangla Blog ঘটনা Missing : নিখোঁজ বৃদ্ধকে নিয়ে উদ্বেগে পরিবার
ঘটনা

Missing : নিখোঁজ বৃদ্ধকে নিয়ে উদ্বেগে পরিবার

শিলিগুড়ি , ২৭ ডিসেম্বর : শিলিগুড়িতে নিখোঁজ এক বৃদ্ধ ব্যক্তিকে ঘিরে উদ্বেগ বাড়ছে । নিখোঁজ ব্যক্তির নাম পীযূষ দাস । বয়স ৬২ বছরের বেশি । গত ২৪ ডিসেম্বর সকাল প্রায় ১০টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন , তারপর থেকেই তার কোনও খোঁজ মিলছে না বলে পরিবার সূত্রে জানা গিয়েছে ।

নিখোঁজ হওয়ার সময় পীযূষ দাসের পরনে ছিল সাদা শার্ট , নীল চেক প্যান্ট এবং উপরে একটি হাফ সোয়েটার । তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি । বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ওয়ার্ড নম্বর ৩১-এর শক্তিগড় ৯ নম্বর রাস্তায় । পরিবারের তরফে জানানো হয়েছে , তিনি স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বেরিয়েছিলেন।

পরিবারের সদস্যরা জানান , নিখোঁজ হওয়ার আগে বাড়িতে কোনও রকম অশান্তি বা ঝামেলা হয়নি। আচমকাই এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। আত্মীয়স্বজন ও পরিচিত মহলেও খোঁজখবর নেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও সন্ধান মেলেনি ।

শনিবার নিখোঁজ ব্যক্তির স্ত্রী সাংবাদিক বৈঠক করে ঘটনার কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান , দিনের পর দিন অপেক্ষা করেও স্বামীর কোনও খোঁজ না পেয়ে তারা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং প্রশাসনের সাহায্য কামনা করছেন ।

ইতিমধ্যেই এনজেপি ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । পরিবার সূত্রে জানানো হয়েছে , যদি কেউ পীযূষ দাসের সন্ধান পেয়ে থাকেন বা কোনও তথ্য জানা থাকে , তাহলে ৯৭৪৯২১০৮১০ অথবা ৯৬৪১৫৫৬৫১০ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version