Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Cold : বছরের শীতলতম দিনে কাঁপছে শহর
উত্তরবঙ্গ জীবনধারা

Cold : বছরের শীতলতম দিনে কাঁপছে শহর

শিলিগুড়ি , ৩০ ডিসেম্বর : শিলিগুড়িতে বছরের শীতলতম দিন , কুয়াশা ও ঝিরঝিরে বৃষ্টিতে কাঁপছে শহর |

মঙ্গলবার শিলিগুড়িতে চলতি বছরের শীতলতম দিন । সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় শহর । তার সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি ঠান্ডার দাপট আরও বাড়িয়ে দেয় । ঠান্ডার দাপটে সকালবেলা রাস্তাঘাটে লোকজনের চলাচল ছিল তুলনামূলকভাবে কম ।

কুয়াশা ও হালকা বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলেও কিছুটা প্রভাব পড়ে । শীতের তীব্রতা বাড়ায় সাধারণ মানুষ গরম পোশাক ও শীতবস্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েন আরও বেশি । আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে , আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ঠান্ডার দাপট বজায় থাকতে পারে , সঙ্গে মাঝে মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version