Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Siliguri : শহরের ভবিষ্যৎ পরিকল্পনায় একাধিক ভাবনা
উত্তরবঙ্গ ঘটনা

Siliguri : শহরের ভবিষ্যৎ পরিকল্পনায় একাধিক ভাবনা

শিলিগুড়ি , ২৭ জানুয়ারি : শহরের যানজট সমস্যা ও পরিকাঠামো উন্নয়ন নিয়ে সাংবাদিক বৈঠকে বিস্তারিত পরিকল্পনার কথা জানালেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব । তিনি জানান , দীর্ঘদিনের বটলনেক নিবেদিতা রোডে কাজ শুরু হবে ৩০ তারিখ থেকে । ইউটিলিটি শিফটিংয়ের জন্য প্রয়োজনীয় অর্থ ইতিমধ্যেই পুরনিগম পেমেন্ট করেছে । নিবেদিতা রোড , পঞ্চায়েত এলাকা ও সন্তোষী নগর সংলগ্ন অংশে পিডব্লিউডির কাজ একই সঙ্গে শুরু হবে।

বর্ধমান রোড প্রসঙ্গে মেয়র জানান , পিডব্লিউডির কাজ প্রায় শেষ হলেও রেলের কাজ দেরি হওয়ায় প্রকল্প সম্পূর্ণ হতে মার্চের শেষ বা এপ্রিল পর্যন্ত সময় লাগতে পারে । নির্বাচনের আগে ব্রিজ চালু হওয়ার সম্ভাবনা কম বলেও জানান তিনি।

ট্রাফিক নিয়ন্ত্রণে হেভি গাড়ি ও ডাম্পারের শহরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পণ্যবাহী গাড়ির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে। এসএফ রোডে মেমোরিয়াল সংলগ্ন ওভারহেড তার আন্ডারগ্রাউন্ড কেবল করা হবে, যার জন্য প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয় করবে পুরনিগম।

ভবিষ্যৎ পরিকল্পনায় শহরের বাইরে গাড়ি সরাতে ২ কোটি টাকার প্রকল্প ও ক্যাটেল ফিড এলাকায় পিপিপি মডেলে নতুন বাস টার্মিনাস তৈরির কথাও জানান মেয়র ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version