NJP : এনজেপি পুলিশের উদ্যোগে বাইক ফিরে পেলেন আরপিএফ কর্মী
শিলিগুড়ি , ২৫ জুন : ডিউটি সেরে ভোর রাতে কোয়ার্টারের বাইরে বাইক রেখে ঘুমাচ্ছিলেন আরপিএফ কর্মী বিজয় রায় । আর সেই সুযোগেই বাইক চুরি করে চম্পট দেয় দুষ্কৃতী । গত ১৪ মে ঘটনাটি ঘটেছে এনজেপি থানা সংলগ্ন সেন্ট্রাল কলোনীতে । ঘটনার পরই এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাইক মালিক । অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে […]