January 2, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : কাজে যাওয়ার পথে দুস্কৃতী হানায় আক্রান্ত

শিলিগুড়ি , ২ জানুয়ারি : বাড়ি থেকে বাইক নিয়ে কাজে যাওয়ার পথে দুস্কৃতী হানায় আক্রান্ত হলেন এক ব্যাক্তি । গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে । পরবর্তীতে দুই জন মহিলা সহ চার জনের বিরুদ্ধে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ।

স্থানীয় সূত্রে জানা গেছে , শান্তিপাড়া নিবাসী শিবু সাহানীর সঙ্গে গত বৃহস্পতিবার রাতে এক প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাদ বাধে । পরবর্তীতে ওই মহিলার দুই ছেলে ও পাড়া প্রতিবেশীরা শিবু সাহানির বাড়িতে হামলা চালায় এবং তাকে মারধর করে । তার পরেও থেমে থাকেনি হামলাকারীরা ।

পরদিন অর্থাৎ শুক্রবার সকালে যখন শিবু সাহানি নিজের বাইক নিয়ে কাজে যাওয়ার উদ্যশ্য বের হন তখন পেছন থেকে সমির সরকার ,গুড্ডু সরকার , গনেশ রায় ব্যাট নিয়ে পেছন থেকে শিবু সাহানীকে আক্রমণ করে ।

সে ব্যাটের ঘায়ে বাইক থেকে নিচে পরে যায় সে । তার পরে চলে বেধরক মার । তাদের সঙ্গে মমতা সরকার ও রেখা রায় নামে দুজন মহিলাও সঙ্গ দেয় এই কাজে । স্থানীয়রা ছুটে এসে কোনক্রমে শিবুকে প্রানে বাঁচিয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *