শিলিগুড়ি , ২৯ ডিসেম্বর : হকি স্টিক হাতে মদ্যপ যুবকদের দাপাদাপি | রবিবার গভীর রাতে শিলিগুড়ি শহরের পানিট্যাঙ্কি ফাঁড়ির অধীন সেবক রোডে পুলিশের সতর্কতা এবং তাৎক্ষণিক পদক্ষেপের জেরে বড় অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে । গতকাল রাতে বেশকিছু যুবককে রাস্তার ধারে হকি স্টিক হাতে নিয়ে হট্টগোল করতে দেখা যায় ।
পানিট্যাঙ্কি ফাঁড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে এই ঘটনাটি ঘটে যার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । প্রত্যক্ষদর্শী এবং পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশ দেখতে পায় যে রাস্তার ধারে কিছু যুবক বসে আছে তারা একটি বাণিজ্যিক কমপ্লেক্সের পিছনে প্রকাশ্যে মদ খাচ্ছিল এবং হট্টগোল করছিল ।
পুলিশ অত্যন্ত সংযম এবং পেশাদারিত্বের সঙ্গে যুবকদের হেপাজতে নেওয়ার চেষ্টা করেছিল । যুবকেরা নিয়ন্ত্রণের বাইরেও চলে যাচ্ছিল | কিন্তু পুলিশ ধৈর্য ধরে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে এবং যুবকদের নিরাপদে হেফাজতে নেয় ।
আটক যুবকদের পরিচয়,তাদের বাসস্থান এবং কার্যকলাপ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখছে পুলিশ ।
তবে এই ঘটনাটি অনেক প্রশ্নের জন্ম দিয়েছে | এই যুবকরা কীভাবে এত সাহস পেল এবং তাদের পিছনে কারা রয়েছে ?