Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Accident : গাড়ি দুর্ঘটনায় মেডিকেল ছাত্রীর মৃত্যু
উত্তরবঙ্গ ঘটনা

Accident : গাড়ি দুর্ঘটনায় মেডিকেল ছাত্রীর মৃত্যু

শিলিগুড়ি , ২৯ ডিসেম্বর : ডিউটি শেষ করে ঘুরতে বের হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ইন্টার্ন ছাত্রছাত্রীদের গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে । মুখোমুখি দুই গাড়ির সংঘর্ষে মৃত্যু হল এক ইন্টার্ন ছাত্রীর | গুরুতর আহত আরও চারজন ।


ঘটনাটি ঘটেছে গতকাল শিলিগুড়ির নিকটবর্তী নকশালবাড়ির কদমা মোড় এলাকাযর পানিঘাটা বাগডোগরা রাজ্য সড়কে । দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় ।

স্থানীয় সূত্রে জানা যায় , উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের চার জন ইন্টার্ন ছাত্রছাত্রী যাদের মধ্যে দু’জন মহিলা ডিউটি শেষ করে ঘুরতে বেরিয়ে পানিঘাটার দিকে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে শিলিগুড়িগামী এক ব্যক্তির গাড়ির সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় ।


সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে দু’টি গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ ও ট্রাফিক গার্ড । আহতদের উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চারজন ইন্টার্নের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় সায়ন্তনী ভাদুড়ি নামে এক ইন্টার্ন ছাত্রীর মৃত্যু হয় । তিনি কলকাতার বাসিন্দা বলে জানা গেছে ।

বাকি তিনজন আহতের মধ্যে দু’জনের চিকিৎসা চলছে , একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । পুলিশ দু’টি গাড়ি বাজেয়াপ্ত করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version