Khabar Samay Bangla Blog ঘটনা Death : দুর্ঘটনায় মৃত্যু কিশোরের
ঘটনা

Death : দুর্ঘটনায় মৃত্যু কিশোরের

শিলিগুড়ি , ১০ জানুয়ারি : শিলিগুড়িতে দুর্ঘটনায় মৃত্যু হল ১৩ বছরের এক কিশোরের । মৃতের নাম উদিত ঝা। বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্র নগর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিল উদিত। ঠোক্কর এলাকায় পৌঁছনোর সময় আচমকাই সাইকেল থেকে পড়ে যায় সে । ঠিক সেই মুহূর্তে পিছন দিক থেকে আসা একটি ডাম্পারের চাকায় পিষ্ট হয় কিশোরটি ।

স্থানীয়রা দ্রুত উদিতকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান । তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মৃতের পরিবারের সদস্যদের বিষয়টি জানায় ।

খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে আসলে কান্নায় ভেঙে পড়েন । পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version