Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Politics : বাংলায় ভয়ের পরিবেশ তৈরি করেছে মমতা সরকার : সুকান্ত মজুমদার
উত্তরবঙ্গ রাজনীতি

Politics : বাংলায় ভয়ের পরিবেশ তৈরি করেছে মমতা সরকার : সুকান্ত মজুমদার

শিলিগুড়ি , ১১ জানুয়ারি : পশ্চিমবঙ্গে ভয়ের পরিবেশ তৈরি করেছে মমতা সরকার।
বিরোধীদলের নেতা মন্ত্রীরা কোথাও গেলেই কালো পতাকা দেখানো হচ্ছে , বাঁশ নিয়ে গাড়িতে বাড়ি মারা হচ্ছে । এটা কি গণতন্ত্র ?
আজ শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

রাজ্য সরকার বারবার কেন্দ্রীয় বঞ্চনার কথা বলে , কেন্দ্র অর্থ দিচ্ছে না এই অভিযোগ তোলে , এই প্রসঙ্গে আজ সুকান্ত মজুমদার বলেন , রাজ্য হিসেব দিচ্ছে না , কেন্দ্রের দেওয়া অর্থের হিসেব না দিলে কেন্দ্র অর্থ দেবে কেন ? অর্থের দুর্নীতি হলে হিসেব দেওয়া সম্ভব নয় | বাংলায় কেন্দ্রীয় অর্থের অপচয় হয়েছে ।

গতকাল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে বলেই অভিযোগ বিজেপির । এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন , রাজ্য আইনের শাসন নেই । আইন শৃঙ্খলা বাংলার পড়েছে ।

অপরদিকে আই প্যাকের কর্ণধারের বাড়িতে ইডির অভিযান কালীন মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে যাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে তির্যক আক্রমণ করেন সুকান্ত বাবু।

অপরদিকে রাজ্যের এস আই আর প্রসঙ্গে সুকান্ত মজুমদারের অভিযোগ মুখ্যমন্ত্রী রাজ্য এস আই আর বিষয়ে আতঙ্কের পরিবেশের সৃষ্টি করেছেন ।
রাজ্যের প্রতিটি মানুষের জন্য এস আই আর হয়েছে । এখানে বিশেষ করে বলে কোন ব্যক্তি নেই । নির্বাচন কমিশন স্বচ্ছ ভাবে রাজ্যে নির্বাচন করতে চায়।


যে কোনরকম অশান্তি রুখতে নির্বাচন কমিশন যা ব্যবস্থা নেওয়ার নেবে । আধা সামরিক বাহিনী বা বাড়তি বাহিনী যা প্রয়োজন সেটা নির্বাচন কমিশন বুঝেই ব্যবহার করবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version