Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Politics : তৃণমূলকে ঝাড়ু দিয়ে বাংলা থেকে বের করে দেওয়া হবে : সুকান্ত মজুমদার
উত্তরবঙ্গ রাজনীতি

Politics : তৃণমূলকে ঝাড়ু দিয়ে বাংলা থেকে বের করে দেওয়া হবে : সুকান্ত মজুমদার

শিলিগুড়ি , ২৫ সেপ্টেম্বর : পণ্ডিত দীন দয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজ্যব্যাপী চলছে স্বচ্ছতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি ।
আজ এই কর্মসূচিতে শিলিগুড়ির বাগডোগরায় উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ।

শিলিগুড়ির বাগডোগরায় পর্যটকদের জন্য গড়া আই লাভ বাগডোগরা এর সামনে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি । সুকান্ত মজুমদার বলেন ,
ঠিক যেভাবেই ঝাড়ু মেরে আই লাভ বাগডোগরা এলাকা পরিষ্কার করা হল | ঠিক তৃণমূলকে ঝাড়ু দিয়ে এভাবেই বাংলা থেকে বের করে দেওয়া হবে। এস আই আর হওয়ার পরেই তৃণমূল আর বাংলায় থাকবে না ।


সংখ্যালঘুদের ভোটেই জিতছে তৃণমূল । পাশাপাশি ভুয়া ভোটার এবং সাইন্টিফিক রিগিং এর জন্যই তৃণমূল জিতছে ।

সুকান্ত মজুমদারের অভিযোগ ঠিক বামেদের মতোই তৃণমূল ভুয়া ভোটার দিয়ে সাইন্টিফিক রিডিং করিয়ে ভোট চুরি করে এতদিন জিতে এসেছে।

তিনি বলেন কলকাতায় মানুষের মৃত্যু হয়েছে তৃণমূলের রাজনীতির কারণে । শহরের জল নিকাশি ব্যবস্থায় কোন কাজ করেনি তৃণমূল সরকার। অপরদিকে সুকান্তের অভিযোগ মমতা ব্যানার্জিকে সবচেয়ে বেশি টাকা সিএসসি কোম্পানি দেয় । আর এদের জন্যই সবচেয়ে বড় ক্ষতি হল ।

প্রাকৃতিক বিপর্যয় নিয়ে কেন্দ্রের সব রকমের সতর্কীকরণ থাকার পরেও কোনরকম ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার । সুকান্ত মজুমদার বলেন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে
কারও কিছু করার থাকে না | কিন্তু দেশের অন্যান্য শহরে যথেষ্ট ব্যবস্থা নেয় স্থানীয় রাজ্য সরকার । সুকান্তর অভিযোগ কলকাতার বন্যা পরিস্থিতিতে মানুষের মৃত্যু এবং কলকাতার এই ভয়াবহতা মানুষের তৈরি করা সংকট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version