শিলিগুড়ি , ১৪ জানুয়ারি : হাউসিং ফর অল এর প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পর শিলিগুড়ি পুরনিগম এলাকায় শুরু হতে চলেছে হাউসিং ফর অল এর দ্বিতীয় পর্যায়ের কাজ । সেই বিষয় নিয়েই আজ গুরুত্বপূর্ণ বৈঠক ছিল শিলিগুড়ি পুরনিগমে । আজ হাউসিং ফর অল ইস্যুতে সর্বদলীয় কাউন্সিলর বৈঠকের ডাক দেন শহরের মেয়র গৌতম দেব। সেখানে তৃণমূলের সমস্ত কাউন্সিলরদের পাশাপাশি বিরোধীদলের কাউন্সিলর এবং বাম কাউন্সিলরদের উপস্থিতি দেখা যায়। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা হাউসিং ফর অল ডিপার্টমেন্টের মেয়র পরিষদ দিলীপ বর্মন ।
যে বিষয়ে বৈঠক সেই বিভাগের মেয়র পারিষদের অনুপস্থিতিতেই হাউসিং ফর অল নিয়ে বৈঠক হল শিলিগুড়ি পুরনিগমে । এই নিয়েই এবার সরব হল বিরোধীরা ।
বাম কাউন্সিলর মুন্সি নুরুল ইসলাম জানিয়েছেন , অভিভাবকহীন ভাবে শিলিগুড়ি পুরনিগমের একটি গুরুত্বপূর্ণ দপ্তর হাউসিং ফর অল চলছে দীর্ঘদিন ধরে । আজ হাউসিং ফর অল বিভাগের বৈঠকেও উপস্থিত ছিলেন না বিভাগীয় মেয়র পারিষদ । সভা পরিচালনা করলেন মেয়র ।
কিন্তু এই দপ্তরের দায়ভার কি দিলীপ বর্মনের কাছ থেকে সরিয়ে নিজের কাছে নিয়েছেন মেয়র ? এমনও প্রশ্ন তুলেছেন মুন্সী নুরুল ইসলাম ।
অন্যদিকে পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন ও এ ব্যাপারে সুর চড়ান | তিনি বলেন একটা দপ্তর নয় তিন তিনটি দপ্তর দিলীপ বর্মনের হাতে | দিনের পর দিন তার অনুপস্থিতি বঞ্চিত করছে সাধারণ নাগরিককে | কেন মেয়র তাকে ওই পদ গুলোতে রেখেছেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি |
যদিও এ বিষয়ে হাউসিং ফর অল ডিপার্টমেন্টের মেয়র পারিষদ দিলীপ বর্মন জানিয়েছেন , বিগত দিনে যে ঘটনা ঘটেছে সেই কারণেই তিনি শিলিগুড়ি পুরনিগমের কোন বৈঠকে থাকছেন না। তবে অফিসিয়াল যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজ তিনি করছেন ।
আগামী দিনেও যতদিন পর্যন্ত তার কাছে ক্ষমা চাওয়া হবে ততদিন পর্যন্ত শিলিগুড়ি পুরনিগমের কোন বৈঠকে থাকবে না বলে দিলীপ বর্মন পরিষ্কার জানিয়েছেন ।
