Water : শহরের জল সমস্যার সমাধানে বিশেষ বৈঠক
শিলিগুড়ি , ২১ জুন : শিলিগুড়ি পুরনিগমে শনিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেন শহরের মেয়র গৌতম দেব । আলোচনার মূল বিষয় ছিল AMRUT 2.0 প্রকল্পের আওতায় শিলিগুড়িতে জল সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ও আধুনিকীকরণ। পুরনিগমের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য স্তরের একাধিক আধিকারিক । কলকাতা থেকে আগত AMRUT 2.0 প্রকল্পের স্টেট মিশন ডিরেক্টর বৈদি […]