শিলিগুড়ি , ১৪ জানুয়ারি : স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানা পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হল প্রায় এক কেজি ২৪৮ গ্রাম ব্রাউন সুগার ।
আজ দুপুরে স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে সাউথ কলোনি এলাকা দিয়ে পাচার হচ্ছে মাদক ।
গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে টিম সাজিয়ে অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ । অভিযানে মেলে সাফল্য।
মালদার কালিয়াচকের বাসিন্দা , ভরত মন্ডল কে গ্রেপ্তার পুলিশ | তার কাছ থেকে প্রায় এক কেজি ২৪৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল স্পেশাল অপারেশন গ্রুপ এবং এনজেপি থানা।
আজ দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেন থেকে নেমে সাউথ কলোনির প্রধান সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল ভারত মন্ডল । সম্ভবত ওই এলাকাতেই ওই ব্রাউন সুগার আজ বদলের ছক ছিল ভারতের। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ধৃতকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে ।
ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে । উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য কয়েক লক্ষ টাকা ।
