শিলিগুড়ি , ১২ জানুয়ারি : আগামী ১৬ জানুয়ারি দেশের বৃহত্তম মহাকাল মন্দিরের শিলান্যাস হতে চলেছে | এই অনুষ্ঠানকে সামনে রেখে সোমবার শিলিগুড়িতে জেলা প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে এসডিও দপ্তরে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রস্তুতি বৈঠক ।
বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব , দার্জিলিং জেলার জেলা শাসক , এসডিও , SJDA চেয়ারম্যান এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ।
বৈঠকে অনুষ্ঠান পরিচালনার চূড়ান্ত প্রস্তুতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় । তবে এখনও কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ।
এদিকে , মেয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং জানান , রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে | তবে এখনও সময় বা অন্য কিছু ঘোষণা করা সম্ভব নয় |
শিলান্যাসের মাত্র কয়েকদিন বাকি | শহরবাসী এখন উত্তেজনার সঙ্গে অপেক্ষা করছে পবিত্র মহাকাল মন্দিরের এ বিশেষ মুহূর্তের জন্য ।
