Khabar Samay Bangla Blog ঘটনা Accident : বাইপাসে গতকালের দুর্ঘটনার পর পরিদর্শনে পুলিশ
ঘটনা

Accident : বাইপাসে গতকালের দুর্ঘটনার পর পরিদর্শনে পুলিশ

শিলিগুড়ি , ২৭ ডিসেম্বর : ইস্টার্ন বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনার পর পরিদর্শনে ট্রাফিক পুলিশ ও পিডাবলুডি , হেলমেট নিয়ে সচেতনতা বার্তা

শুক্রবার রাতে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের আশিঘর মোড় এলাকায় ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের । তিনজন একটি স্কুটিতে করে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের |

গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনার পর শনিবার সকালে আশিঘর মোড় পরিদর্শনে যান ট্রাফিক এসিপি , আশিঘর ট্রাফিক পুলিশ ও পিডাবলুডি ইঞ্জিনিয়াররা ।

ইস্টার্ন বাইপাসে কীভাবে দুর্ঘটনার ঝুঁকি কমানো যায় এবং কোথায় স্পীড ব্রেকার বসানো যায় তা খতিয়ে দেখা হয় । পাশাপাশি এদিন আশিঘর মোড়ে প্ল্যাকার্ড হাতে হেলমেট পড়ার সচেতনতার বার্তা দিতে দেখা যায় শিলিগুড়ির বাসিন্দা রঞ্জন কুমার শাহকে , যিনি গাড়ি চালকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version