Khabar Samay Bangla Blog রাজনীতি Protest : প্রশাসনকে দায়ী করে বিক্ষোভ বিজেপির
রাজনীতি

Protest : প্রশাসনকে দায়ী করে বিক্ষোভ বিজেপির

শিলিগুড়ি , ২৮ ডিসেম্বর : শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে দুর্ঘটনা যেন থামছে না । ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মানুষকে সচেতন করার জন্য একাধিক কর্মসূচি গ্রহণ করা হলেও , মানুষ সচেতন না হওয়ায় দুর্ঘটনা মুক্ত হতে পারছে না শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস । গত দু’দিন আগে ভর সন্ধ্যাবেলায় দুর্ঘটনায় মৃত্যু হয় দুই যুবকের এবং আহত হন এক যুবক । এই ঘটনার পরই ফের ট্রাফিক ব্যবস্থার উপর আঙ্গুল তোলে বিরোধী দল ।

শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে ট্রাফিক ব্যবস্থা ঠিক নেই এই দাবি তুলে আশিঘর মোড়ে পথ অবরোধ করে বিজেপির কর্মী ও সমর্থকরা । পথ অবরোধের নেতৃত্ব দেন ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জী ।

পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এই দুর্ঘটনাগুলি ঘটে চলেছে ইস্টার্ন বাইপাসে বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা রয়েছে আশিঘর মোড় সংলগ্ন এলাকার রাস্তা । শুধু ট্রাফিক কে দোষ দিলে হবে না , পাশাপাশি রাস্তার কারণেও দুর্ঘটনা হচ্ছে ।

স্থানীয় তৃণমূল নেতা সন্দীপ গড়াই জানান , দীর্ঘদিন ধরে দেখা নেই স্থানীয় বিধায়কের | কোন ঘটনা ঘটলে তিনি রাস্তায় এসে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান । প্রধানের কাছে গেলে কোন সঠিক উত্তর দিতে পারেন না |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version