December 3, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

Hill : অনীত থাপার দলে যোগ দিলেন দীপেন গুরুং

শিলিগুড়ি , ১৯ মার্চ : হামরো পার্টি ছেড়ে দীপেন গুরুং যোগ দিলেন অনীত থাপার বিজিপিএম দলে । দীপেন গুরুং গত জিটিএ নির্বাচনে হামরো পার্টির হয়ে ভোটে লড়েছিলেন। আজ তিনি অনীত থাপার দলে যোগ দিলেন । দীপেনের সঙ্গে আরও ১১ জন নেতাও হামরো পার্টি ছেড়ে বিজিপিএম দলে যোগ দিয়েছেন এদিন ।

পাহাড়ের রাজনীতিতে অনেকটা প্রভাব পড়তে পারে বলে মনে করছে পাহাড়ের রাজনৈতিক মহল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *