December 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

River : মহানন্দা নদীকে দূষণমুক্ত করার উদ্যোগ

শিলিগুড়ি , ১৯ মার্চ : শিলিগুড়ির মহানন্দা নদীকে দূষণমুক্ত করতে রবিবার বন্ধুচল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন , বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটি , স্টুডেন্ট সোসাইটি অফ শিলিগুড়ির সদস্যরা মহানন্দা নদীকে দূষণমুক্ত করতে সাফাই অভিযানে নামল । নদীতে থাকা প্লাস্টিক সহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করেন তারা । পাশাপাশি প্ল্যাকার্ড হাতে মহানন্দা নদীকে বাঁচাতে এবং দূষণমুক্ত করতে সমাজকে বার্তা দেন ।


এদিন সংগঠনের সদস্যরা বলেন ,মহানন্দা নদী শিলিগুড়িবাসীর আবেগ । শিলিগুড়ির সৌন্দর্য এই নদী । নদীতে নোংরা আবর্জনা ফেলার ফলে নদী দূষিত হচ্ছে । এই কারণে আজ বিভিন্ন সংস্থার সদস্যরা মিলে নদীতে সাফাই অভিযান করা হল । তারা সমাজের মানুষের কাছে আবেদন করেন নদীতে নোংরা না ফেলার । এদিন শহরবাসীকে ডাস্টবিনে নোংরা আবর্জনা ফেলার আবেদন জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *