November 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Medical : ভগ্নদশায় মেডিকেল কলেজের আবাসন

শিলিগুড়ি , ১৯ মার্চ : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ভেতরে থাকা বহু পুরনো কোয়ার্টার গুলির অবস্থা শোচনীয় | যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে তেঁতুল তলা নামে কয়েকটি কোয়ার্টার গতকালের ঝড়ো আবহাওয়ায় বেশ কিছু কোয়ার্টারের বারান্দা থেকে শুরু করে কোয়ার্টারের ভেতরে ঢোকার গেট গুলোর উপরের বিভিন্ন অংশ ভেঙে পড়েছে | আতঙ্কে রয়েছে কোয়ার্টারের ভেতরে থাকা আবাসিকরা | কোয়ার্টারের আবাসিকরা জানান যে এই বিষয়টি নিয়ে বহুবার হাসপাতাল সুপার থেকে শুরু করে প্রিন্সিপাল সহ বিভিন্ন অধিকর্তাদের জানিয়েও কোনরকম সুরাহা পাননি তারা |

যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশংকা ও করেছেন তারা | বিষয়টি নিয়ে অধিকর্তাদের অতিসত্বর নজর দেওয়া উচিত বলে দাবি করেন তারা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *