September 18, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Investigation : হাত বোমার মত বস্তুর মধ্যে মিলল তুবড়ি

শিলিগুড়ি , ১০ মে : শিলিগুড়িতে বোমাতঙ্ক । শিলিগুড়ির নিউ মিলনপল্লি এলাকার সুকান্ত বাইলেনে শুক্রবার ওই বোমাতঙ্কের ঘটনা ঘটে । এদিন বিদ্যুৎ বিভাগের কার্যালয়ের কাছে ওই বোমা জাতীয় বস্তু পরে থাকতে দেখে এক কিশোর । সে সেটি দেখে অন্যদের খবর দেয় ।

বিষয়টি স্থানীয়রা দেখে খবর দেয় পুলিশকে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ । পুলিশ এবং বোম স্কোয়াডের কর্মীরা পৌঁছে ওই বস্তুটিকে মহানন্দা নদীর চরে নিস্ক্রিয় করতে নিয়ে যাওয়া হয় । সে সময় জানা যায় ওই বস্তুটির ভিতরে রয়েছে তুবড়ি | স্বস্তি মেলে সকলের |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *