May 20, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Water : সচেষ্ট পুরনিগম , জলের অভাব হবে না : গৌতম দেব

শিলিগুড়ি , ৯ মে : জলকষ্টের সম্মুখীন হতে চলেছে শহর | তিস্তার বাঁধ সংস্কার সহ ফুলবাড়িস্থিত পানীয় জল উত্তোলন কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে পলি সরানোর কাজ চলাকালীন শহরে সংকট দেখা দেবে পানীয় জলের । পুনিগমের তরফে আগাম সতর্কতা জারি করা হয়েছে । চালু করা হয়েছে কন্ট্রোল রুম । পরিস্থিতির দিকে নজর রাখছেন খোদ পুরনিগমের মেয়র গৌতম দেব ।

তিনি জানান , পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে । কোথাও যেন পানীয় জলের সমস্যা দেখা না দেয় সেক্ষেত্রে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে । যদিও আশঙ্কায় রয়েছেন শহরবাসী।

বেশ কয়েক বছর ধরে শহরে জলকষ্ট অব্যাহতই রয়েছে । বেশকিছু ওয়ার্ডে জলের ট্যাঙ্ক পাঠানো আছে । এবার ফের প্রায় একমাসের জন্য জল সমস্যায় পড়তে চলেছে শহরবাসী। প্রসঙ্গত সিকিমের হড়পাবানের জেরে তিস্তা নদীর বাঁধ ক্ষতিগ্রস্ত হয় । অন্যদিকে পলি মাটিও জমে গিয়েছে নদী সহ লিঙ্ক ক্যানালে । তাই বর্ষার আগেই বাঁধ মেরামতের পাশাপাশি পলিও পরিষ্কার করা হবে । স্বাভাবিকভাবেই পানীয় জল সরবরাহের জন্য তিস্তা থেকে জল তোলা সম্ভব নয় এই পরিস্থিতিতে । ইতিমধ্যে এই কাজ করার জন্য জনস্বাস্থ্য কারিগরি ও সেচ দফতর একটি নকশা তৈরি করে নিয়েছে । শুরু হতে চলেছে কাজ ।

তবে শহরাবাসীর সমস্যার কথা মাথায় রেখে পর্যাপ্ত জলের ট্যাঙ্ক ও পাউচের ব্যবস্থা করছে পুরনিগম । পাশাপাশি ৬ কোটি ৯ লক্ষ টাকা দিয়ে যে জলাশয় বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল তার কাজও একমাসের মধ্যে শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান । মেয়র গৌতম দেব জানিয়েছেন , জলের সমস্যার জন্য তারা ক্ষমাপ্রার্থী শহরবাসীর কাছে । কিন্তু পুরনিগম রাস্তায় থাকবে কোথাও জলের অভাব হবে না । পুরনিগম ট্যাঙ্ক , পাউচ পাঠিয়ে দেবে । তবে জনস্বাস্থ্য কারিগরি ও সেচ দপ্তর কাজ শেষ করতে একমাস সময় চাইলেও ২০ দিনের মধ্যেই কাজ শেষ করার কথা বলা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

DMCA.com Protection Status